Wellcome to National Portal

বিভাগীয় সমবায় কার্যালয়চট্টগ্রামের তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম

*** “সমবায়ের যাদুস্পর্শে সোনার বাংলাদেশ বিনির্মাণে মুল্যবোধের চর্চা ও সমবায় ভিত্তিক সমাজ গঠন করে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করি” *** রুপকল্প টেকসই সমবায়, টেকসই উন্নয়ন *** অভিলক্ষ্য : সমবায়ীদের সক্ষমতা বৃদ্ধি এবং উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কৃষি, অকৃষি, আর্থিক ও সেবা খাতে টেকসই সমবায় গড়ে তোলা।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

কেন্দ্রীয় সমবায় সমিতিসমূহ বিভাগীয় সমবায় দপ্তর থেকে নিবন্ধন পেতে পারে। এ জন্য সমবায় সমিতি গঠনে আগ্রহীগণকে সমবায় সমিতি আইন, ২০০১ ও সমবায় সমিতি বিধিমালা, ২০১৩ (সংশোধনী) অনুযায়ী যুগ্ম নিবন্ধক বরাবর আবেদন করতে হবে। নির্ধারিত ফি এবং উপ আইনের কপিসহ নিবন্ধকের নিকট আবেদন করার পর  নিবন্ধক নিবন্ধনের উপযুক্ত মনে করলে সমিতির নিবন্ধন  করবেন ও নিবন্ধন সার্টিফিকেট প্রদান করবেন।

 

কোন সমিতি অবসায়নে যেতে ইচ্ছুক হলে নিবন্ধক বরাবরে আবেদন করতে পারে।নিবন্ধক আইন ও বিধি অনুসারে কোন কর্মকর্তাকে অবসায়ক নিয়োগের মাধ্যমে সমিতিকে অবসায়নে দিতে পারেন।

 

সমিতিসমূহের ব্যবস্থাপনা কমিটির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরনের জন্য বিভাগীয় সমবায় দপ্তরের কর্মকর্তা বা অডিট অফিসারগণ প্রতি সমবায় বর্ষ শেষে অডিট সম্পন্ন করে থাকেন। কোন বিষয়ে সমিতির কোন সদস্য সংক্ষুদ্ধ হলেও উক্ত ব্যক্তি নিবন্ধক বরাবর আবেদন করতে পারেন।নিবন্ধক সুনির্দিষ্ট অভিযোগের তদন্তর মাধ্যমে অভিযোগের যথার্থতা নিরূপণের ব্যবস্থা নেন এবং ন্যায়ানুগ সিদ্ধান্ত প্রদান করেন।

 

এছাড়াও সমবায় সমিতির সদস্যগণ নিজেদের সাংগঠনিক ও কর্মসংস্থানমূলক দক্ষতা বৃদ্ধির জন্য ফেনী আঞ্চলিক সমবায় ইন্সটিটিউট থেকে প্রশিক্ষণ গ্রহন করতে পারেন।

 

------------সমবায় গড়ুনসুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অংশীদার হউন-----------