Wellcome to National Portal

বিভাগীয় সমবায় কার্যালয়চট্টগ্রামের তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম

*** “সমবায়ের যাদুস্পর্শে সোনার বাংলাদেশ বিনির্মাণে মুল্যবোধের চর্চা ও সমবায় ভিত্তিক সমাজ গঠন করে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করি” *** রুপকল্প টেকসই সমবায়, টেকসই উন্নয়ন *** অভিলক্ষ্য : সমবায়ীদের সক্ষমতা বৃদ্ধি এবং উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কৃষি, অকৃষি, আর্থিক ও সেবা খাতে টেকসই সমবায় গড়ে তোলা।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

চট্টগ্রাম বিভাগীয় সমবায় দপ্তর স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সমবায় বিভাগের আওতায় সমবায় অধিদপ্তরের অধীনস্ত দপ্তর এবং চট্টগ্রাম বিভাগাধীন জেলা সমবায় অফিসসমূহের সরাসরি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। চট্টগ্রাম বিভাগের জেলা এবং উপজেলা সমবায় অফিসসমূহের তদারকি করা এর দায়িত্ব। এ বিভাগের কেন্দ্রীয় সমবায় সমিতিসমূহের নিবন্ধন চট্টগ্রাম বিভাগীয় সমবায় দপ্তর থেকে দেয়া হয়।বন্দর নগরী চট্টগ্রামের প্রাণ কেন্দ্র সিটি কর্পোরেশনের পার্শ্বে নবাব সিরাজুদ্দৌলা রোডে চট্টগ্রাম কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর মালিকানাধীন খোলামেলা পরিবেশে ৪১৬৫ বর্গফুট আয়তনবিশিষ্ট নবনির্মিত ভবনে বিভাগীয় সমবায় কার্যালয় অবস্থিত। গত ০১/১২/০৮ তারিখে বিভাগীয় সমবায় দপ্তর এ ভবনে স্থানান্তরিত হয়।

ঠিকানা: ৩৩০ নবাব সিরাজুদ্দৌল্লাহ রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম-৪০০০

 

------------সমবায় গড়ুনসুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অংশীদার হউন-----------